Header Ads

Header ADS

ভৌগলিক তথ্য ব্যবস্থা


ভৌগলিক তথ্য ব্যবস্থা (ইংরেজি: Geographical Information System) হচ্ছে এমন একটি ব্যবস্থা যেটার ডিজাইন করা হয় মূলত সব ধরনের ভৌগলিক ও পারিসরিক উপাত্তের ধারণ করা, সংরক্ষণ করা, বিশ্লেষণ করা, আর সেগুলোকে বিভিন্ন ভাবে উপস্থাপন করার জন্য। এর ইংরেজী প্রতিশব্দ হল জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (Geographical Information System) এবং একে সংক্ষেপে জি আই এস (GIS) বলা হয়। জি আই এস হল জিওইনফরমেটিক্স এর একটা বড় অংশ। একটি ভৌগলিক তথ্য ব্যবস্থার গঠনে যা প্রয়োজনীয় সেগুলো হলঃ
  1. ডিজিটাল উপাত্ত
  2. কম্পিউটার হার্ডওয়্যার
  3. কম্পিউটার সফটওয়্যার
সাধারণত এটি এমন এক তথ্য ব্যবস্থা যা ভৌগলিক বা পারিসরিক তথ্য সমন্বয়, সংরক্ষণ, সম্পাদনা, বিশ্লেষণ, তথ্য ভাগাভাগি ও বিভিন্নভাবে প্রদর্শনের কাজ করে থাকে। বর্তমানে জি আই এস এর ব্যপক ব্যবহার লক্ষ্য করা যায়।

No comments

Theme images by Nikada. Powered by Blogger.