‘জিআইএস’-এর উপাদানসমূহ
‘জিআইএস’-এর উপাদানসমূহঃ
‘জিআইএস’-এর প্রধান উপাদান ছয়টিঃ
· হার্ডওয়্যার (Hardware): যন্ত্রপাতি যা ‘জিআইএস’ কার্যকলাপে ব্যবহৃত হয়। যেমন- কম্পিউটার, Digitizer, Plotter ইত্যাদি।
· সফটওয়্যার (Software): ভৌগলিক তথ্য সঞ্চয় (Storage), বিশ্লেষণ (Analysis) এবং প্রদর্শনের (Display) জন্য প্রয়োজনীয় সরঞ্জাম (Tools) এবং অপেক্ষক (Functions) সরবরাহ করে থাকে।
· নেটওয়ার্ক (Network): ইহা ‘ডিজিটাল’ তথ্য দ্রুত আদান-প্রদান (Sharing) এবং বিতরণকে (Distribution) অনুমোদন করে। যেমনঃ ইন্টারনেট।
· উপাত্ত (Data): ‘জিআইএস’-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এটা হতে পারে স্থান-সংক্রান্ত (Spatial) এবং অ-স্থানিক (Non-Spatial)। যেমনঃ রাস্তার নাম, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ইত্যাদি।
· নির্দিষ্ট দল/ গোষ্ঠী (People): সবচেয়ে সক্রিয় উপাদান। যেমনঃ ‘জিআইএস’ ব্যবহারকারী (Users), প্রযুক্তিগত বিশেষজ্ঞ (Technical Specialists), গবেষক ইত্যাদি।


No comments