Header Ads

Header ADS

‘জিআইএস’ কি?

 ‘জিআইএসকি?

সবার প্রথমেই আমাদেরকে জানতে হবেজিআইএসএর সংজ্ঞা। ‘GIS’ হল তিনটি অক্ষরের সমন্বয়। ‘G’, ‘I’ এবং ‘S’ আমরা পর্যায়ক্রমে এই তিনটি অক্ষরের অর্থ বুঝতে চেষ্টা করবঃ

.) ‘G’ কি?

আমাদের কোর্সের ‘G’ হল ‘Geographic’ এবার একটু ভেঙ্গে ভেঙ্গে বোঝার চেষ্টা করি। ‘Geo’ মানেভূ আর ‘Geographic’ মানে হলভৌগোলিক
একটা ব্যাপার আমরা প্রায়ই ভুল করি। আর তা হল, ‘Space’ এবং ‘Geo-Space’ এই দুইটা শব্দের মধ্যকার পার্থক্য
আমি যদি ‘Space’ বলি এর মানে হল, মহাজাগতিক সকল বস্তুর আধার অথবা মহাশূন্য অথবা আকাশগঙ্গা (Milky Way) ‘Space’ বললে এর পরিসর হয়ে যাবে এই মহাবিশ্বের সকল গ্রহ, নক্ষত্র, উপগ্রহ ইত্যাদি সকল কিছু
আর আমরা যদি ‘Geo-Space’ বলি, তাহলে আমাদের পরিসর হয়ে যাবে শুধুমাত্রপৃথিবী
‘Space’ বললেপৃথিবীআসতে পারে আবারমঙ্গলগ্রহও আসতে পারে। কিন্তু ‘Geo-Space’ বললে শুধুমাত্রপৃথিবীবুঝায়
সহজ কথায়, আমাদের কোর্সের ‘Geographic’-এর আওতায় আসতে পারবে পৃথিবীর- স্থলভাগ, জলভাগ এবং বায়ুমণ্ডল এর বাইরের আর কোন কিছুই আমাদের ধর্তব্যের বিষয় নয়। অর্থাৎ আমাদের পরিসর শুধুমাত্র পৃথিবীর মধ্যেই সীমাবধ্য হয়ে গেল। আমি তো মনে করি, লেকচারের শুরুতেই এইটা একটাশুভসংবাদ!

.) ‘I’ কী?

আমাদের কোর্সের ‘I’ হল ‘Information’ ‘Information’-এর বাংলা হলতথ্য
কিন্তু আমি এইখানেই বলে শেষ করব না। কিছু বিষয় ব্যাখ্যা করা দরকার। যেমন আমাদেরকে বুঝতে হবে ‘Data’ এবং ‘Information’-এর মধ্যকার পার্থক্য
‘Data’ মানে হলউপাত্ত শুধুমাত্রউপাত্ত’ (Data) নিজে থেকে কোনো অর্থ বহন করে না। উপাত্তকে কোন প্রক্রিয়ার মাধ্যমে যদি অর্থবহভাবে ব্যাখ্যা করা যায়, তবেই তা তথ্যে পরিণত হয়
যেমন, নিচের উদাহরণটা দেখি। এইখানে কোন দফতরের জন কর্মচারীদের লিঙ্গ এবং বয়স দেখানো হয়েছে। এই ধরণের তালিকাকেউপাত্ত’ (Data) বলে

ক্রমিক সংখ্যা
লিঙ্গ
বয়স (বছর)
মহিলা
২৬
পুরুষ
৩২
পুরুষ
৪৮
মহিলা
৫১
মহিলা
৩৭

এইবার আমরা উপরের তালিকা থেকে পরিসংখ্যান-সংক্রান্ত বিশ্লেষণ (Statistical Analysis) করে নিম্নলিখিতিতথ্য’ (Information) বের করতে পারিঃ
মহিলা-পুরুষ অনুপাত = :
সকলের গড় বয়স = ৩৮. বছর
সহজ কথায়, উপাত্ত’ (Data) থেকে প্রক্রিয়ার মাধ্যমেতথ্য’ (Information) আহরণ করা হয়ে থাকে আমার মনে হয়, ‘তথ্যবা ‘Information’ অর্থাৎ কোর্সের ‘I’ নিয়ে আমাদের ধারণা এখন অনেকটাই পরিষ্কার

.) ‘S’ কী?

GIS-এর এই ‘S’ খুবই ঝামেলাদায়ক একটি ব্যাপার। বিভিন্ন গবেষক এবং প্রতিষ্ঠান এই ‘S’-কে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। বর্তমানে ‘S’-এর চারটি অর্থ প্রচলিত আছে
‘S’ হতে পারে Science/ System/ Service/ Studies

1 comment:

Theme images by Nikada. Powered by Blogger.