Header Ads

Header ADS

আর্ক জিআইএস (ArcGIS) সফটওয়ার সম্পর্কে কিছূ মৌলিক ধারনা

আজকে আমরা জানবো ও দেখবো




১. আর্ক জিআইএস প্যাকেজ এর সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা
২. আর্ক ম্যাপ কিভাবে ওপেন করা হয়?
৩. ডাটা এড করা
৪. ম্যাপ ডকুমেন্ট কিভাবে তৈরি করা হয়?
৫. ম্যাপ ডকুমেট কিভাবে সেইভ করা ও ওপেন করা হয়?


আর্ক জিআইএস একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ সফটওয়ার প্যাকেজ। এই প্যাকেজে আর্ক ম্যাপ( ArcMap), আর্ক ক্যাটালগ( ArcCatalog), আর্ক টুলবক্স ArcTool Box), আর্ক গ্লোব (ArcGlobe) এবং আর্ক সিন( ArcSceane) নামে ৫টি ভিন্ন ভিন্ন সফটওয়ার আছে। এদের প্রত্যেকটির কাজ ভিন্ন ভিন্ন। অনেকটা মাইক্রোসফট অফিস প্যাকেজের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদির মত। 

আর্ক ম্যাপ মুলত ম্যাপ দেখা, ম্যাপ আঁকা, ম্যাপে ডাটা এন্ট্রি করা, ম্যাপের লেআউট দেখা ও প্রিন্ট করার মত ফরমেটে তৈরি করা ইত্যাদি কাজ করা যায়। 
আর্ক ক্যাটালগে ম্যাপের যাবতীয় ডাটাবেজ এর কাজ,  লাইন, পয়েন্ট ও পলিগন ফিচার তৈরি, ফিচারের বিভিন্ন টেবিল এর যাবতীয় কাজ এর মাধ্যমে করা হয়। 
আর্ক টুলবক্স, সকল ধরনের বিশ্লেষণ এর মাধমে করা হয়। 
আর্ক গ্লোব  এবং আর্ক সিন এর মাধমে অনেক বিশাল ডাটাকে ৩ডি আকারে দেখা ও বিশ্লেষণ করা যায়।

আমরা আজকে আর্ক ম্যাপ এর প্রাথমিক ধারনা নিব। কিভাবে আর্ক ম্যাপ ওপেন করা হয়? এর লেআউট এর ধারনা। কিভাবে এখানে একটি সেইপ ফাইল, রাস্টার বা জেইপিজি/ বিটম্যাপ বা অন্য কোন ইমেজ ম্যাপ ফাইল বা (Shape file, Raster/Image File or Database) ফাইল এড করা যায়, বিভিন্ন ভিউ ( ডাটা ভিউ, লেআউট ভিউ) ইত্যাদি সম্পর্কে জানবো, আর

ধাপসমূহঃ

ধাপ ১ - 

আর্ক ম্যাপ ওপেন করি। All Programs>>ArcGIS>>ArcMap (উইন্ডেজ সেভেন এবং আর্ক জিআইএস ১০ ভার্সন এর ক্ষেত্রে)। পাশের চিত্র দেখাবে।
আবার উইন্ডোজ এক্সপি তে দেখতে পাবেন নিচের চিত্র মত দেখাবে।



উইন্ডোজ সেভেন বা ভিসতাতে নিচের চিত্রমত দেখাবে।



আর্ক ম্যাপ ওপেন হলে নিচের নিচের চিত্রর মত উইন্ডো আসবে। এখানে শুধুমাত্র আর্ক জিআইএস ১০ ভার্সনে যে চিত্র দেখা যাবে সেগুলিই দেখানো হবে। পূর্বের ভার্সন গুলিতে (আর্ক জিআইএস ৮.১ থেকে ৯.৩.১ পর্যন্ত ) একটু ভিন্ন চিত্র হতে পারে। তবে তাতে কোন সমস্যা হওয়ার কথা নয়।

আর্ক ম্যাপ ওপেন করলে শুরুতে একটি ছোট উইন্ডোতে আসবে। প্রথম বার ওপেন করলে সেখানে একটা ফাঁকা উইন্ডো থাকবে। এই ছোট উইন্ডো দিয়ে দুটি কাজ করা যায়। একটি হলো নতুন ম্যাপ ডকুমেন্ট তৈরি করা যায়, অপরটি হলো পুরোনো ম্যাপ ডকুমেন্ট ওপেন করা যায়। আমরা নতুন মাপ তৈরি করবো। এটি বাতিল (Cancel) করেও দিতে পারেন। বাতিল করে দিলেও নতুন উইন্ডো আসবে।



উইন্ডো পরিচিতিঃ

১ - ওপেনিং উইন্ডোঃ জিআইএস ওপেন হলেই এটি ওপেন হবে।

২ - আর্ক ম্যাপ আর্ক ইনফো উইন্ডোঃ এই উইন্ডোতে মুলত সকল কাজ করা হয়। মেইন উইন্ডো, এখানেই সকল ধরনের এডিট, ড্রইং, ম্যাপ লেআউট তৈরি, টেবিলে ডাটা এন্ট্রি ইত্যাদি সকল কাজ করা যায়।

৩ - টেবিল অফ কনটেন্ট ( যে সকল ফাইল নিয়ে কাজ হবে সেগুলো দেখা যাবে)

৪ - ক্যাটালগ ( ভিন্ন ফোল্ডার ও ফাইল দেখা ও এডিট কার, ডাটাবেজ ম্যানেজমেন্ট করা যায়। তবে আর্ক জিআইএস ১০ এর পূর্ব ভার্সনে এই ক্যাটালগটি নেই। সেখানে আর্ক ক্যাটালগ আর্ক জিআইএস এর ভিন্ন একটি প্রগ্রাম। যেমন অফিস এর অনেকগুলো প্রগ্রাম আছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট)

৫ - সার্চ অপশন

৬ - আর্ক টুলবক্স

বাকিগুলি সকলের জানা আছে ধরে নিচ্ছি, এধরনের টুলবার মাইক্রোসফট অফিসেও আছে। যেমন মেনু বার, টুল বার ইত্যাদি।

  • এড ডাটা বাটনের মাধ্যমে এডড ( Add ) করা যাবে বিভিন্ন ফাইল। ইমেজ ফাইল, সেইপ ফাইল( Shapefile ) ইত্যাদি




  • এটি এড ফাইল উইন্ডো। এই উইন্ডোতে বাই ডিফল্ট ডকুমেন্টস এর আর্ক জিআইএস ফোল্ডার থাকে।


আপনাকে কানেক্ট টু ফোল্ডার( Connect To Folder)  বাটন এর মাধ্যমে আপনার কাংখিত ফোল্ডার টির সাথে সংযোগ করতে হবে.....

  • এর ফোল্ডার বারে, যেখানে C:\Users\REJA লেখা আছে সেখানে আপনার কাংখিত  (C:\ArcGIS\Tutorial) ফোল্ডারটির লিংক কপি করে দিয়ে ঠিক আছে (OK) বাটন চাপলে ফোল্ডারপি কানেকটেড বা সংযুক্ত হয়ে থাকবে। একবার সংযুক্ত করে নিলেই হবে। এর পরে আপনাকে বাই ডিফল্ট সেই ফোল্ডারটিই দেখাবে।





  • এখন টিউটোরিয়াল ফোল্ডার এ যে সকল ফাইল আছে সেগুলি আপনাকে দেখাবে । এর মধ্যে যেসব ফাইল নিয়ে কাজ করতে চান সেগুলি সিলেক্ট করে এড করলেই হবে।




  • রোড (Road.shp) এবং এনোটেশন( Annotation.shp) নামের সেইপফাইল দু’টি এড করলেনিচের চিত্রটি দেখতে পাবেন। এখানে বাই ডিফল্ট ডাটা ভিউদেখাবে। এইখানেই যে কোন ধরনের কাজ করতে হয়।



  • আমরা এই এই ম্যাপ ডকুমেন্টটিকে সেইভ করবো। উপরে টাইটেল বারে দেখতে পাচ্ছেন Untitled দেখাচ্ছে। এটি আমরা সেইভ করবো।ফাইল সেইভ বাটনে ক্লিক করলে পাশের চিত্রমত আসবে। আপনার কাংখিত নাম দিন এবং সেইভ করুন।আর্ক জিআইএস এর এক্সটেনশন ফাইল এর পরে এমএক্সডি(.mxd) থাকে, যেমন ওয়ার্ড ফাইলে .doc / docx থাকে তেমন।


  • সেইভ করলে আপনার কাংখিত নামটি টাইটেল বারের প্রথমে দেখাবে।




এবার ফাইল থেকে ক্লোজ করে দিতে পারেন। যে অবস্থায় ম্যাপ ডকুমেন্টটি সেইভ করেছেন, সেই অবস্থায় ফেরত পাবেন। যে কোন সময় ওপেন করতে পারবেন।


দুই ভাবে ওপেন করা যায়। সরাসরি এমএক্সডি(.mxd) ফাইলটিতে ডাবল ক্লিক করেও ওপেন করতে পারেন  আবার আর্ক জিআইএস ওপেন করে ফাইল থেকে ওপেন এ গিয়েও ওপেন করতে পারেন। এই ওপেন এবং সেইভ ইত্যাদি অন্যন্য প্রগ্রাম এরম মতই।

No comments

Theme images by Nikada. Powered by Blogger.