ভূগর্ভে পানি সংরক্ষণ প্রযুক্তি
দেশে সারা বছরই সুপেয় পানি সরবরাহের নিশ্চয়তা দিতে উদ্ভাবন করা হয়েছে ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ (এমএআর) পদ্ধতিটি। সুপেয় পানি ধরে রাখা ও এর সরবরাহের মাধ্যমে খরাকালীন সংকট মোকাবেলা করা যাবে সহজেই। প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চলে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, তা সারা বছরের পানির চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত। কিন্তু উপযুক্ত সংরক্ষণ ব্যবস্থার অভাবে এ বিপুল পরিমাণ পানি নষ্ট হয়ে যায়। পুকুরে সংরক্ষণের একটি পদ্ধতি প্রথাগতভাবে অনুসরণ করা হলেও এতে পানি ময়লা হয়ে পড়া ও এর বড় একটি অংশ খরতাপে বাষ্প হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। এ অবস্থায় পানি ভূগর্ভে সংরক্ষণের উদ্দেশ্য থেকেই উদ্ভাবন করা হয়েছে প্রযুক্তিটি।
এ পদ্ধতিতে বাড়ির ছাদ, চালা বা পুকুর থেকে সুপেয় পানি সংগ্রহ করা হয়। সংগৃহীত পানি এনে জমা করা হয় খাড়া দেয়াল দিয়ে ঘিরে দেয়া পুকুর বা কৃত্রিম খাদের ভেতর। সেখান থেকে বালিময় অ্যাকুইফারের আস্তরণ (নুড়ি ও বালির আস্তরণ) ভেদ করে চারটি ইনফিল্ট্রেশন ওয়েলে প্রবেশ করে পানি। সেখান থেকে আরেক অ্যাকুইফারে পরিশ্রুত হয়ে পানি প্রবেশ করে ভূগর্ভে। সেখানে পরিশ্রুত বিশুদ্ধ সুপেয় পানির একটি বলয় তৈরি হয়। এরপর হ্যান্ডপাম্প দিয়ে এ পানি উত্তোলন করে নিলেই হলো।


aquifer koy prokar
ReplyDeleteধারুন। আর জানতে এখানে দেখেন
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=XLAfjSfvB3s