ভৌগোলিক স্থানাঙ্ক ব্যবস্থা
ভৌগোলিক স্থানাঙ্ক
ব্যবস্থা
পৃথিবীতে কোন কিছুর অবস্থান
নির্ণয় করার জন্য, ভৌগোলিক স্থানাঙ্ক ব্যবস্থা, একটি ত্রিমাত্রিক পৃষ্ঠতল
(Spherical Surface) ব্যবহার করে।
‘ভৌগোলিক স্থানাঙ্ক ব্যবস্থা’ তিনটি স্থানাঙ্ক মানের সাহায্য পৃথিবীর যেকোন স্থানের অবস্থান সুনির্দিষ্ট
করার একটি ব্যবস্থা। এই ব্যবস্থার ফলে পৃথিবীর যেকোন স্থানের একটি ‘অনন্য স্থানাঙ্ক’ (Unique
Coordinate) থাকে। স্থানাঙ্ক ব্যবস্থার তিনটি মাত্রা হচ্ছে- ‘অক্ষাংশ’, ‘দ্রাঘিমাংশ’ এবং ‘সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বা গভীরতা’।
‘জিআইএস’-এ একটি কৌণিক পরিমাপক একক (Angular Unit), একটি মূল-মধ্যরেখা
(Prime Meridian), এবং একটি ‘Datum’ নিয়ে একটি ‘ভৌগোলিক স্থানাঙ্ক
ব্যবস্থা’ গঠিত হয়।
ভৌগোলিক স্থানাঙ্ক ব্যবস্থায়,
একটি বিন্দু/ কোন কিছুর অবস্থান তার ‘দ্রাঘিমাংশ’ এবং ‘অক্ষাংশ’-এর মান দ্বারা উল্লিখিত
হয়।


No comments