বাংলাদেশে ‘জিআইএস’ এর বাস্তবিক প্রয়োগ।
ব্যাখ্যাঃ ‘ম্যালেরিয়া কবলিত জেলা’
এই মানচিত্র থেকে স্পষ্টতই দৃশ্যমান
যে বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান অঞ্চলে ম্যালেরিয়ার প্রকোপ সর্বাধিক।
আর কিছুটা প্রকোপ দেখা যাচ্ছে কক্সবাজার, চট্রগ্রাম, সিলেট, মৌলভি-বাজার এবং কুড়িগ্রাম
জেলায়। এছাড়া বাংলাদেশের অন্যান্য জেলা/ অঞ্চল ম্যালেরিয়া-মুক্ত।
এই ধরণের মানচিত্র থেকে খুব ভালভাবেই
অবগত হওয়া যাচ্ছে, সাধারণত পাহাড়ি অঞ্চলে ম্যালেরিয়ার প্রকোপ বেশি। আর আমরা এটাও
জানি যে, পাহাড়ি অঞ্চলে মশার উপদ্রপও সবচেয়ে বেশি।
সব মিলিয়ে বলা সম্ভব, “পাহাড়ি অঞ্চলে মশার উপদ্রপ বেশি বিধায়, এইসব অঞ্চলে ম্যালেরিয়ার
প্রকোপও অনেক বেশি”। সর্বোপরি বলা যায়, এই ধরণের ‘জিআইএস’ ভিত্তিক
মানচিত্র নানাবিধ তথ্য খুব সহজ উপায়ে উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


No comments