বেসিন ভিত্তিক ডাটাভান্ডার তৈরী করে আমরা উন্নয়নে সঠিক সিদ্ধান্ত গ্রহনে নীতিনির্ধারককে গাইড লাইন দিতে পারি।
GIS এর মাধ্যমে আমরা Watershed Delineation করি এবং Stream Order Calculate করি। এর মাধ্যমে আমরা কোন একটি এলাকাতে কয়টি বেসিন রয়েছে তা জানতে পারি। এতে আমাদের লাভ কী? ভূপৃষ্ঠের প্রতিটি বেসিনের প্রাকৃতিক, পারিবেশিক, রাসায়নিক এবং জৈব উপাদান ভিন্ন। ফলে বেসিন ভিত্তিক ডাটাভান্ডার তৈরী করে আমরা উন্নয়নে সঠিক সিদ্ধান্ত গ্রহনে নীতিনির্ধারককে গাইড লাইন দিতে পারি। যে কোন একটি বেসিনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এর Stream Order। Flood Management Planning, Underground Water Recharge, water retention, Deep tubewell স্থাপন প্রভৃতি গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমাদেরকে Stream Order এর উপর নির্ভর করতে হয়। যে কোন পরিকল্পনাতে পানি যেহেতু অপরিহার্য সেহেতু পরিকল্পনা প্রক্রিয়ায় Watershed Delineation করে এবং Stream Order Calculate করে সে প্রেক্ষিতে অগ্রসর হওয়া উচিত। নিচের ছবিতে একটি Watershed এর Stream Order দেয়া হলো।
Curtesy: Mohammad Sofiullah Sir


No comments