ঢাকা শহরের বেহাল দশা
ঢাকা
শহরের আনুমানিক আয়তন যদি ১০৫ বর্গমাইল ধরি এবং কোন একদিনের গড় বৃষ্টিপাতের পরিমান
যদি হয় ৪০০ মিলি
হয়, তাহলে মোট বৃষ্টিপাতের পরিমান দাঁড়াবে ১০৮,৭৯৯,৫৮০ ঘন মিটার। শহরের
বিভিন্ন সংস্থাগুলোর নর্দমাসমূহ প্রতি সেকেণ্ডে মোট কত ঘন মিটার
পানি নিষ্কাশন করতে পারে? তার উপর নির্ভর করবে পানি নেমে যেতে কতক্ষণ সময় লাগবে। এই সহজ হিসাবটুকু
সংস্থাগুলো করে কী না? তা
সাধারণ জনগণ বুঝতে পারে না। যদি নর্দমার carrying capacity/
drainage capacity হিসাব
করে পরিকল্পনা হতো তা’হলে চট্টগ্রাম
এবং ঢাকার এই বেহাল দশা
হতো না।
Post Curtesy : Mohammad Sofiullah Sir


No comments