Header Ads

Header ADS

‘দ্রাঘিমাংশ’ (Longitude)

দ্রাঘিমাংশ
দ্রাঘিমাংশ (Longitude) হল একটি কৌণিক পরিমাপ যা পৃথিবীর মূল মধ্যরেখা (Central/ Prime Meridian) থেকে পূর্বে বা পশ্চিমে কোন বস্তুর অবস্থান নির্দেশ করে। এটিকে গ্রিক বর্ণ ‘λ’ (Lambda=ল্যাম্‌ডা) দিয়ে সাধারণত নির্দেশ করা হয়।


এর প্রতিটি রেখা উত্তর ও দক্ষিণ মেরুতে মিলিত হয়। ঐতিহাসিকভাবে যে ভূ-মধ্য রেখাটি রয়াল অবজারভেটরি, গ্রীনউইচ (যুক্তরাজ্যের লন্ডনের কাছে) এর মধ্যে দিয়ে গেছে সেটিকে শূন্য-দ্রাঘিমাংশ বা প্রামাণ্য ভূ-মধ্য রেখা (Prime Meridian) ধরা হয়।

No comments

Theme images by Nikada. Powered by Blogger.