Header Ads

Header ADS

বাংলাদেশে ‘জিআইএস’

বাংলাদেশে জিআইএস-এর আবির্ভাবঃ

বাংলাদেশে আধুনিক জিআইএস-এর ব্যবহার শুরু হয়েছে ১৯৯১ সালে ISPAN (Irrigation Support Project for Asia and the Near East) নামক প্রকল্প থেকে। FAP-19 (Flood Action Plan-19) প্রকল্পের একটি অংশ ছিল ISPAN


এইখানেই জিআইএস-এর ইতিহাস পর্বের ইতি টানছি। তবে একটা ব্যাপারে আমরা যেন বিভ্রান্ত হয়ে না যায়, আর তা হল জিআইএস মাত্রই মানচিত্র তৈরি করা। এটি ঠিক নয়। কোন দেশ/ অঞ্চল/ এলাকার মানচিত্র অঙ্কনের ইতিহাস কিন্তু সেই ব্যাবিলনিয়া/ গ্রীক/ রোমান/ মিশরীয়/ চীনা/ আরব/ মোঘল সভ্যতা থেকেই আছে। শুধুমাত্র মানচিত্র অঙ্কন মানচিত্রনির্মানবিদ্যার (Cartography) কাজ। সাধারণ অর্থে, ভৌগলিক মানচিত্রের মাধ্যমে বিশেষ কোন তথ্য উপস্থাপন করাকেই GIS বলে।

No comments

Theme images by Nikada. Powered by Blogger.