বাংলাদেশে ‘জিআইএস’
বাংলাদেশে ‘জিআইএস’-এর আবির্ভাবঃ
বাংলাদেশে আধুনিক ‘জিআইএস’-এর
ব্যবহার শুরু হয়েছে ১৯৯১ সালে ‘ISPAN (Irrigation Support
Project for Asia and the Near East)’ নামক প্রকল্প থেকে। FAP-19
(Flood Action Plan-19) প্রকল্পের একটি অংশ ছিল ‘ISPAN’।
এইখানেই ‘জিআইএস’-এর
ইতিহাস পর্বের ইতি টানছি। তবে একটা ব্যাপারে আমরা যেন বিভ্রান্ত হয়ে না যায়, আর তা
হল ‘জিআইএস’ মাত্রই মানচিত্র তৈরি করা। এটি ঠিক
নয়। কোন দেশ/ অঞ্চল/ এলাকার মানচিত্র অঙ্কনের ইতিহাস কিন্তু সেই ব্যাবিলনিয়া/ গ্রীক/
রোমান/ মিশরীয়/ চীনা/ আরব/ মোঘল সভ্যতা থেকেই আছে। শুধুমাত্র মানচিত্র অঙ্কন মানচিত্রনির্মানবিদ্যার
(Cartography) কাজ। সাধারণ অর্থে, ভৌগলিক মানচিত্রের মাধ্যমে বিশেষ কোন
তথ্য উপস্থাপন করাকেই ‘GIS’ বলে।


No comments